Who was Salman Shah- কে এই সালমান শাহ, Salman Shah Effect

Who was Salman - কে এই সালমান শাহ


সালমান শাহ কে সেটা আমার মনে হয় না বলতে হবে না। তাও বলি উনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়ক। 
সালমান শাহ সম্পর্কিত  জানুন বাংলায়🔔
Know about Salman Shah In English🔔



-সালমান hang-out করতো বলিউডের শাহরুখ খানের সাথে। ফেরদৌস এর সাথে যখন শাহরুখ এর দেখা হয় শাহরুখ খান প্রথম বলে উঠেন সালমান শাহের কথা। উপরে দেয়া ছবিটি দেখেই বুঝতে পারছেন Look & Get Up এর দিক থেকে শাহরুখ & সালমান এর ডিফারেন্সটা।

- সালমান শাহ যখন "কেয়ামত থেকে কেয়ামত" ছবিটি রিমেক করেন, স্বয়ং আমির খানের চাচা মুনসুর খান ছবিটি দেখে বাহবা জানান।

- মোশাররাফ ভাইয়ের নাটক "ওই খাইছোস" ওই গেসোস" দেখে হেসে উঠা পাবলিক দয়া করে সালমানের "নয়ন, স্বপ্নের পৃথিবী" নাটক গুলা দেইখেন।
 অভিনয় আর হিরোইজম যে কি জিনিস বুঝবেন। তবে মোশারফ করিম ভাই এখনকার বেস্ট এটা অশ্বীকার করার সাধ্য নেন।



 - "Ashiqi 2" ছবির পরিচালক মুহিত সুরি সালমানের ফুটেজ দেখিয়ে আদিত্য রায় কাপুরকে বলেছিলেন তুমি এই লুক ফলো কর।

- বাংলা ছবির ইতিহাসে টপ টেন ব্যবসা সফল ছবির ২, ৩, ৪ নাম্বার এখনো কার দখলে? সালমান দ্যা কিং এর।

- ১৯৯৩-১৯৯৭ মাত্র ২৬ বছর বয়সে ২৭টি চলচিত্র দিয়ে হয়ে উঠেছিলেন সকল শ্রেণীর মানুষের কাছে "স্বপ্নের নায়ক".. সালমান শাহ মানে কিং (শাকিব না) সালমান শাহ মানে আইকন..The Boss, The Legend, একশনের বাবা, রোমান্সের রাজা, The God Of Bangla Cinema
(তবে শাকিব খানের বর্তমান পারফর্মও খুবই ভালো)

দেশের সব নায়কদের নিয়ে মানুষ হাসাহাসি করলেও সালমানকে নিয়ে কারো কোনো নেতিবাচক মন্তব্য বা অ্যালার্জি চোখে পড়ে না। এখনো মানুষ আফসোস করে,  "বেঁচে থাকলে তিনি কি করতেন তা নিয়ে হিসাব করে"। প্রিয় জেনেরেশন, সময় পেলে তোমাদের মা-খালাদের জিজ্ঞেস কইরো সালমান শাহ কি ছিল, তার মুভি কি ছিল। এই  সালমান শাহ'র মৃত্যুতে এক ডজনেরও বেশি তরুণী আত্মহত্যা করেছিলো.....

এন্ড দিস ইজ সালমান ইফেক্ট......
হায়রে সালমান "আপনার মত আর কেউ এই জাতি পেলো না" আফসোস।
আপনার কোনো মুভি যদি হলে গিয়ে দেখতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো😞


পরকাল সুখের হউক এই কামনা 💓💓

বি:দৃ:- এই পোস্টটি দ্বারা কোনো ভাবেই দেশ কিনবা দেশের বাহিরের কোনো অভিনেতাকে নিচু করা হয় নি। শুধুমাত্র সালমান শাহ এর সাথে কম্পেয়ার করা হয়েছে।

Stay Connected & Enjoy With ""Downloading Professor"


ফেসবুক গ্রুপে আমাদের পেতে বা কোনো সমস্যা, মতামত কিনবা মুভির লিনক এর জন্য রিকোয়েস্ট পোস্ট করতে 👍এখানে ক্লিক করুন✌

To get our facebook group and to Request any Movie Link 👍Click Here✌

Comments